আকতার হোসেন ভূঁইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ।।
নাসিরনগর ঐকতান আবৃত্তি চর্চাকেন্দ্রের উদ্যোগে চার মাসব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী উপলক্ষে শিক্ষার্থীদের অভিজ্ঞানপত্র প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবদুর রহিমের সভাপতিত্বে আবৃত্তি চর্চা কেন্দ্রের পরিচালক শিবলী চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী । বিশেষ অতিথি ছিলেন লেখক,গবেষক কবি অধ্যাপক মানবদ্ধন পাল,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান,জেলা পরিষদের মহিলা সদস্য শাহিন আক্তার খানম রেবা । বক্তব্য রাখেন আবৃত্তি চর্চাকেন্দ্রের প্রধান প্রশিক্ষক ও সহকারী অধ্যাপক জামিল ফোরকান ও সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া । অনুষ্ঠানে শিক্ষক,সাংবাদিক,অভিভাবকসহ এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।