আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে “মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বেসরকারি সংস্থা সূর্যের হাসি ক্লিনিক বন্ধনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার উপজেলা সদরে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মোঃ নুরে আলম নাসিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুকবুল হোসেন ডেন্টাল সার্জন ডাঃ কাওছার হাবিব,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, মোঃ আরিফ মোল্লা প্রমূখ। বক্তারা শিশুদের মায়ের দুগ্ধ পান বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ হাসপাতালের কর্মকর্তা- কর্মচারী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।