মোঃ সিরাজুল হক
হায়রে মুসলমান!
যখনই আসে রমজান
পণ্য-দ্রব্যের বাড়ায় দাম
আমরা কেমন মুসলমান?
যখন আসে ঈদ
ভোক্তার নাই নীদ।
বাজারে লাগে আগুন
দাম বাড়ে বহুগুণ।
ভোক্তার মাথায় হাত
কম খেয়ে কাটে রাত!
খড়া-বন্যা-যুদ্ধ-মহামারি নাই
তবুও কেন খাদ্যের চরমমূল্য ভাই?
সিন্ডিকেটের কারসাজি
ক্রেতাগণের আহাজারি!
আয়তো বাড়ে না, বাড়ে না বেতন
ব্যয় বাড়িয়া হয়েছে পাহাড় মতন।
ছেলে মেয়েদের শিক্ষা ব্যয়
আয়ের প্রায় সবই যায়!
সামনে আসছে ঈদ
দেয়ালে ঠেকেছে পিঠ।
ছেলেমেয়েদের আছে বায়না,
হিসেব তো মিলে না।
সংসারে লেগেছে বাজারের উত্তাপ
খাওয়া পড়া হাফ হাফ!
দ্রব্যমূল্যের যাতনায়
সবচেয়ে বেশি পিষ্ঠ
নি¤œ মধ্যবিত্ত।
পুষ্টির অভাবে জীর্ণ দেহ
বলতে পারে না অনেক কেহ।
দিনে দিনে বাড়িতেছে দেনা
শুধিতে হবে ঋণ,
কি দিয়ে শুধিব দেনা
জমিও নাই এক চিন।
সংসার চলে না সানুর মাও
তুমি এখন বাপের বাড়ি যাও
দেখ যদি কিছু আনতে পাও!
—–০০——