এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পাশাপাশি দিনাজপুরের খানসামা উপজেলার কৃষকরা নিরাপদ উপায়ে ফসল উৎপাদনের দিকে ঝুঁকছে। কীটনাশকের পরিবর্তে তারা প্রাকৃতিক ও যান্ত্রিক উপায়ে ফসলের পোকা-মাকড় দমন করছেন। সেই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্য হচ্ছে স্বাস্থ্য সম্মত ও নিরাপদ। এজন্য কৃষকদের সহায়তা করছে কৃষি বিভাগ। পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষকরা নিচ্ছেন প্রশিক্ষণ ও পরামর্শ। এতে নিরাপদ ফসল উৎপাদনে আশার আলো ছড়াচ্ছে আইপিএম কৃষক মাঠ স্কুল।

সেই লক্ষ্য নিয়ে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় সোমবার (০৯ মে) দুপুরে নরবলি বাজারে খামারপাড়া আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত।

এতে উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এদিন প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগন মাঠ দিবস শুরুর পূর্বে আগত কৃষক-কৃষাণী ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ৫ টি বুথের মাধ্যমে ভু্ট্টা ফসল নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদন বিষয়ে তাদের কার্যক্রম বিষদভাবে উপস্থাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অরুন কুমার রায়, উপ সহকারী কৃষি অফিসার
এম জি এইচ কামরুজ্জামান, কেরামত আলী, শ, ম, জাহিদুল ইসলাম, যদু নাথ রায়, কৃষক-কৃষাণীগণ ও সুধীজন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন সম্পর্কে পরামর্শ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *