মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জিনিয়া জিনি। মাহবুব সাগরের কণ্ঠে গাওয়া ‘আমার অবুঝ এ মন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার বিপরীতে আরো থাকছেন জাকির হোসেন রাজ ও জিসান খান।। গানটির গীতিকার – সুরকার ও মাহবুব সাগর। রোহান রাজের মিউজিকে এটি পরিচালনা করেছেন জয় রয়।
জিনিয়া বলেন, গানটি আমার ভীষণ ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির গল্পটাও আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। সব মিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। আমি আশাবাদী। মিউজিক ভিডিওটি দর্শকদের মন কাড়বে।
পরিচালক জানালেন, এই গানটি অনেকটা ফোকধর্মী। গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
ম্যাক্স বাংলা টিভির প্রযোজনায় গানটি শিঘ্রই তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।