ঢাকা অফিস
জ্যেষ্ঠ সাংবাদিক,জাতীয় প্রেসক্লাব ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি – এনডিপি।
এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তারা বলেন, হাসান শাহরিয়ার ছিলেন একজন আদর্শ ও নিষ্টাবান সাংবাদিক। তিনি নীতির প্রশ্নে কখনও আপোষ করেননি। সব সময় ব্যক্তিগত লোভ-লালসার উর্ধ্বে ছিলেন। আদর্শবান সাংবাদিকতার জন্য তিনি সব সময় উদ্বুদ্ধ করে গেছেন। তাঁর মৃত্যুতে নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে এ দেশের সাংবাদিকতার ইতিহাসেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে আমাদের সাংবাদিকতা পেশাকে সমুজ্জ্বল রাখতে হবে।
সাংবাদিক হাসান শাহরিয়ার স্বাধীনতার আগে পাকিস্তানের দৈনিক দ্য ডনে কাজ করেন। মুক্তিযুদ্ধের পর তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। তিনি কূটনৈতিক সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। ২০০৪ সালে তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে অবসরে যান। তিনি বিভিন্ন সময়ে বিশ্বের বিখ্যাত সাপ্তাহিক যুক্তরাষ্ট্রের নিউজ উইক ও ভারতের ডেকান হেরাল্ডের প্রতিনিধি ছিলেন। কিছুদিন ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ছিলেন। মৃত্যুর আগে তিনি চট্টগ্রামের পিপলস ভিউ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *