মো: জহুরুল ইসলাম।,নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় উপজেলা থানা পুলিশের ঝটিকা অভিযানে বাইসাইকেল চোর চক্রের সক্রিয় ৫ সদস্য কে গ্রেপ্তার ও ২০ টি বাইসাইকেল উদ্ধার করেছে জলঢাকা থানা পুলিশ।
গত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে জলঢাকা পৌর এলাকা থেকে বাহাদুর (৩৫) নামে এক সাইকেল চোরকে আটক করে উচ্ছুক জনতা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।
আটককৃত চোর চক্রের সক্রিয় সদস্য বাহাদুরের দেয়া তথ্য অনুযায়ী থানার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বাইসাইকেল চোর চক্রের বাকি ৪ সদস্য কে গ্রেপ্তার করে জলঢাকা থানা পুলিশ ।
এবিষয়ে জলঢাকা থানা পুলিশের এস আই মোস্তানসির বিল্লাহ বলেন গতরাতে জলঢাকা পৌর এলাকা থেকে বাহাদুর নামে এক সাইকেল চোর সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোর্পদন করা হলে আমরা সেই সক্রিয় বাইসাইকেল চোর সদস্য বাহাদুরকে রাতেই জিজ্ঞেসা বাদ করে তার দেয়া তথ্য মতে ও তাকে স্বশরীরে উপস্থিত রেখে আমরা থানার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জলঢাকা বাসস্ট্যান্ড এলাকার আলিয়ার রহমানের পুত্র সুমন ইসলাম (২৬),
আমরুলবারী এলাকার মানিক মিয়ার ছেলে শাহিনুর (৩৩), উক্ত এলাকার এজার উদ্দিনের ছেলে সাজু মিয়া (৩৪)
কাজিরহাট এলাকার ঝরনা মামুদ এর ছেলে মহুবার রহমান (৫৫) নামেরর এই চোর চক্রের বাকি ৪ সদস্য কে আটক করতে সক্ষম হই ও চুরি যাওয়া ২০ টি বাইসাইকেল কে উদ্ধার করি ।
তিনি আরো বলেন যে এই চোর চক্রের সদস্যদের কে আজকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে ।