মো জহুরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে মায়ের সাথে অভিমান করে শিউলি আক্তার নামে দশম শ্রেণীর এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৬ মে) দুপুরে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী গ্রামের দক্ষিণ কোরানী পাড়া এলাকাস্থ নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে শিউলি। কানিয়াল খাতা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল সে।

পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান জানান, শুনেছি সোমবার সকালে স্কুল যাওয়ার আগে মায়ের সাথে কথা কাটাকাটি হয় শিউলির। পরে তার মা মরিয়ম বেগম বাড়ি থেকে বের হয়ে গেলেও শিউলি স্কুলে না গিয়ে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। মা বাড়িতে এসে লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করলে বিষয়টি জানা জানি হয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ জানান, বিষয়টি জানার পর রাত সাড়ে দশটার দিকে তার মৃতদেহ থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। আজ মঙ্গলবার মৃতদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি অত্যন্ত দুঃজনক মন্তব্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস রায় জানান, সে বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলো। এ রকম মৃত্যু কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন