filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

শিহাব সরোয়ার শিপু
দেশের বহুল প্রচারিত দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সন্ধায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে উপজেলার বাদাঘাট কলেজ রোডস্থ স্বজন সমাবেশের কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার পৈলনপুর সাবিলুর রাশাদ টাইটেল মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত দ্বীনে আলেম মাওলানা মঈন উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার উওর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া।
দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা যমুনা গ্রæপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোকপাত করে স্মরণসভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ।
উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলার কামড়াবন্দ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সফিউল্লাহ, উপজেলার বাদাঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলতু মিয়া শাহ,নবাব আলী শাহ,হাজি মোস্তফা কামাল, ওমর আলী,সারোয়ার হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম মানিক, সাংবাদিক রোকন উদ্দিন,বীর মুক্তিযোদ্ধার সন্তান এমদাদ নূর প্রমুখ।
এরপর দেশবাসীর কল্যাণ ও নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলার পৈলনপুর সাবিলুর রাশাদ টাইটেল মাদ্রাসার মুহতামিম প্রখ্যাত দ্বীনে আলেম মাওলানা মঈন উদ্দিন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসাবে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ তালুকদার, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ডা. রেজাউল করিম আখন্দ, ডা. মিলাদুর রহমান, ডা. ওয়াসিম, ফজলুল হক,সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল হক, ইকবাল হোসেন, রব মিয়া, রফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম,আবুল হোসেন, একিনুর মিয়া, সেলিম মিয়া,কাঞ্চন মিয়া,সিরাজুল ইসলাম,কবির মিয়া,আইনাল হক,সাইফুল ইসলাম,হক মিয়া, শাহিন মিয়া,রেজুয়ান আহমদ,সোহাগ মিয়া,সাদ্দাম হোসেন,খলিল মিয়া,আজিজুল ইসলাম,বাচ্চু মিয়া,কামরুল ইসলাম,মনির হোসেন,শাহনুর মিয়া,আসকর আলী,নিজাম উদ্দিন, মোশাহিদ মিয়া, রতন মিয়া,সিরাজ মিয়া,ফারুক মিয়া,স্বজন এনাম উদ্দিন, এমরান শাহ,তজরুল শাহ,শাহাদুল শাহ, আরমান শাহ,সাইফুল্লাহ শাহ,হাবিব উল্লাহ শাহ,শাহরিয়ার শাহ,মর্তুজা শাহ,প্রান্ত শাহ,মেহেদী হাসান, তানভীর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট,ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী,ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্ধ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৬ শতাধিক অতিথিগণকে আপ্যায়ন ও উপজেলার ৫০টি মসজিদের একশত জন সম্মাণিত আলেমে দ্বীন ইমাম-মুয়াজ্জিনগণকে প্যাকেট জাত (চাল, ডাল, লবন, পেয়াজ, আলু,তৈল) খাদ্য সামগ্রী হাদিয়া সরুপ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *