মো:সুমন খান
সাধারণ ইউপি নির্বাচন
আহত নিহত জনগণ
চলছে সংঘর্ষ একে একে
ভাবছে না তো আপনজন!
সকাল বেলা দেখাদেখি
এক মা’য়েরি সন্তান
হাতে হাত মিলিয়ে গাইবো
সেই মা’য়েরি গুনো গান।
কেনো ঝরবে রক্ত ভাই-বোন
আওয়ামী বিএনপি দলে?
নেতা হবে সেই জন,যেজন
মানুষের সেবা করে চলে।
হারজিত আছে বলে জীবন
ক্ষনিকের পৃথিবীতে
মানুষকে আপন ভাবিয়া জড়াও
ভালোবাসার শীতে।
কারো ধর্মে আঘাত করলে
ভাঙ্গে ধার্মিকের মন
শয়তান থেকে অটুট থাকে
নেতা হবে সেই জন।