কবি -ফয়জুর রহমান ।
ভালো লাগেনা আর নিজেকে স্ববশে
স্মৃতি বড় জ্বালাময় বিজয়ের মাসে ।
কালো ফিতায় বাঁধা হলো শোকাতুর
বেঁচে থাকা এক জীবনের নাম ভঙ্গুর ।
স্তুপিককৃতো কাটাধান আঙিনায়
গৃহস্থের স্মৃতি হেমন্ত নিতেছে বিদায়।
অতি প্রত্যুষে সেদিনের কুয়াশার ভোর
এসেছিল দূর থেকে আযানের সুর।
এই পথ চাওয়া কতদূর আর সখিনার
এখনো এলোনা বুকের মানিক তার ।
এবাড়ি ওবাড়িতে বিজয়ের উতরোল
সেদিনের স্মৃতি সখিনার বুকে শূল ।
একমুটো মাটির শপথ বিদগ্ধতায়
ভাঁটিফুলে আসে বসন্তকাল খরতায় ।
সখিনার ছেলে নয় কুরবাবনীর মেষ
রাস্তার ফুল বসন্তে ফুটে বসন্তে শেষ ।
হাজারো মায়ের কবরে নেপথ্য কথা
বিজয়ের দিন থাকবে চিরন্তন স্বাধীনতা।
নিদ্রিতো জগত শুনছে পেঁচার কণ্ঠস্বর
স্বাধীনতা নিগূঢ ক্রন্দন কংকালের ঘর ।