বিশেষ প্রতিবেদক
আগামী ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্ত্বরে সকাল ১১টায় বিক্ষোভ সমাবেশ আহ্বান করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি। গতকাল সকাল ১১টায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির আহ্বায়ক নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ারের সভাপতিত্বে সংগঠনের নয়াপল্টনস্থ অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভায় এ কর্মসূচী ঘোষণা করা হয়। সভায় ঢাকাস্থ নোয়াখালী নাগরিক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এ তালেব, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খন্দকার তারেক রাহমান, ঢাকাস্থ সেনবাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ভিপি সালাউদ্দিন, সমন্বয় কমিটির নেতা নাজিম খন্দকার, আরেফিন জুবায়ের, সাইফুল ইসলাম, জাকির হোসেন রিপন সালাউদ্দিন বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ইতিহাস এবং বাস্তবতা হলো জাতির অধিকাংশ বেঈমান এর মীরজাফরের জন্মস্থান কুমিল্লা খন্দকার মোশতাক, গোলাম আযমসহ জাতীয় অনেক ঘৃণিত ব্যক্তির জন্মস্থান কুমিল্লাকে যে নামেই বিভাগ দেওয়া হউক না কেন তা বাংলার জনগণ মেনে নেবে না। সভায় বক্তারা আরো বলেন, সদস্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে প্রত্যাখ্যান করেছে কুমিল্লার জনগণ। সুতরাং বঙ্গবন্ধুর খুনীদের জন্মস্থানকে কোনভাবেই শেখ হাসিনা বিভাগ হিসেবে ঘোষণা করতে পারে না।
সভায় বক্তারা ইতিহাস ঐতিহ্যের নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন দেশের সেবায় আমাদের অনেক রতœ। সুতরাং বিভাগটা আমাদেরই প্রাপ্য।
সভায় বক্তারা ঢাকায় বসবাসরত নোয়াখালীবাসীকে আগামী ৭ এপ্রিল দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার চত্ত্বরে হাজির হয়ে নোয়াখালী বিভাগ আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান।