কবি -শৈলেন্দ্র নাথ পোদ্দার।
সুপ্ত ধরণী নিশ্চুপ রাত
চলে মুসাফির একা।
পাতার আড়ালে নিশাচর পাখি
দূরেও যায় না দেখা।
মাথার উপরে নিঃসীম আকাশ
লক্ষ তারার মেলা।
যেন তারা ফুলে সাজানো হয়েছে
রাতের বরণ ডালা।
দূর হ’তে কানে কভু ভেসে আসে
বুনো শিয়ালের ডাক।
রাতের প্রহরী জাগো লো নাগরি
থেকে থেকে দেয় হাক।
খট্ খট্ খট্ এগিয়ে চলছে
সময়ের কালো ঘোড়া।
পৃষ্ঠে আসীন পথিক প্রবীণ
ধবল কাপড়ে মোড়া।
সম্মুখে পথ হয়েছে দু’ভাগ
একটি করব পানে।
শ্মশানে মিশেছে অন্য পথটি
পথিক প্রবর জানে।