মোঃ মনির হোসেন ঝালকাঠি : পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আগামী ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ঝালকাঠি জেলা প্রশাসক কনফারেন্স রুমে জেলা প্রশাসক জোহর এর সভাপতিত্বে বুধবার সকাল দশটায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশের ন্যায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এর ২৫শে জুন সকাল দশটায় বেলুন, পায়রা, ফেস্টুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে সভায় সিদ্ধান্ত হয়।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো :কামাল হোসেন , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির, সদর সার্কেল প্রশান্ত কুমার দে সদর উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবেকুন্নাহার, নলছিটির পৌর মেয়র আ:ওহায়েদ খান ,জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ,ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুণ কুমার কর্মকার পৌর কাউন্সিলর মোঃ কামাল শরীফ, পৌর কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান হাবিল, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদকখলিলুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন।