ঝালকাঠি প্রতিনিধি: পদ্মা সেতুর কাজ আরও ১০ বছর আগে শেষ হওয়ার কথা ছিল। ২০০১ সালে জাপানের অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করার কথা ছিল। সেই মোতাবেক একই বছরের ১৯ জুলাই শেখ হাসিনা পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর করেছিলেন কিন্তু ২০০১ সালে নির্বাচনে জোট সরকার ক্ষমতায় আসার পর পদ্মাসেতুর কাজ আর হাতে নেয়নি, প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন। শনিবার সকাল সাড়ে দশটায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বি-তল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি) আরও বলেন, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান জনগনকে উদ্দেশ্য করে বলেন তিনি পাকিস্তানকে সুইডেন বানাবেন, কিন্তু সে দেশের জনগন ইমরান খানকে উদ্দেশ্য করে বলে, আগে বাংলাদেশ বানান, কেননা পাকিস্তানের মানুষও বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি বুজতে পেড়েছে। ১নং ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান ও আ,লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হামিদুল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড.খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান। এসময় বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল বেপারী, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ খান, অত্র স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিজ্ঞ পিপি আ:মান্নান রসুল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু তরুন কর্মকার, পৌর-কাউন্সিলর রেজাউল করিম, হাফিজ আল-মাহমুদ,নলছিটি উপজেলা মেম্বারস ফোরামের সাধারন সম্পাদক নুর-ই- আলম মানিকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ, অত্র স্কুলের ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।