রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালানোর অভিযোগে ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে র্যাডিক্স কোচিং সেন্টারের পরিচালককে ৭দিনের দন্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। গতকাল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি পৌর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালান। অভিযানে পৌর শহরের চাঁদনী এলাকায় র্যাডিক্স কোচিং সেন্টারে গিয়ে সরজমিনে কোচিং চালানোর দৃশ্য দেখে সেন্টারের পরিচালককে দন্ড বিধির ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী বিনাশ্রমে ৭দিনের কারাদন্ড দেয় ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট মৌসুমী আফরিদা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকসেদুর রহমান প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ সরকার এ এস আই মিজানসহ প্রমূখ। উল্লেখ্য সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় জেএসসি জেডিসি কারিগরি নবম শ্রেনীর বোর্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সময় সব ধরনের প্রাইভেট ও কোচিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।