জয়পুরহাট প্রতিনিধিঃ

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এক আলোচনা সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্ত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পৌর প্যানেল মেয়র নুর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাছুদা বেগম ঝর্ণা, উপজেলা এনজিও সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব, পউআমডুর নির্বাহী পরিচালক ব্যারিষ্টার হৈমন্তী সরকার প্রমুখ। ফারহানা আক্তার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন