ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর গ্রামের ধানক্ষেতে সন্তোষ মাহাতো (৪৫) নামে ক্ষুদ্র নৃ-গৌষ্ঠীর এক যুবকের লাশ পাওয়া গেছে। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যাক্তি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাশপুর গ্রামের টুলু মাহাতোর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে ধানের জমিতে একটি লাশ দেখতে পায়। পরে পুলিশে জানানো হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তাছাড়া এ বিষয়ে পরিবারের কেউ বাদী হয়ে থানায় মামলা করলে, সেটি আমলে নেওয়া হবে বলেও জানান ওসি