ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে নারী সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে আবু কালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আরো ৬ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম ঐ গ্রামের মোঃ কাজেম উদ্দিনের ছেলে।

আহতরা হলেন, কাঁচনা গ্রামের হারুনের স্ত্রী রোকেয়া (৩৫), মোখলেছের ছেলে সুহেল(২৮), নিহত আবু কালামের ছেলে মুরাদ(২১), মৃত তনছেরের ছেলে জোবায়ের(৫০), নইমুদ্দিনের ছেলে ফারুক(৪৫) ও ফারুকের ছেলে রবিউল (২২)।
তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জয়পুরহাট সদর ও বগুড়া শজিমেকে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোনোয়ার হোসেন জানান, বগুড়া সদরের রনির সঙ্গে উপজেলার কাঁচনা গ্রামের ফারুক হোসেনের (রনির খালু) বাড়ীতে আসা যাওয়ার সুবাধে ঐ গ্রামের হারুনের মেয়ে (১৫) এর সাথে পরিচয় হয়।

এই পরিচয়ের সুবাদে মোবাইল ফোনে দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই এক পর্যায়ে গত ৪মাস পূর্বে তারা পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে। এদিকে অপ্রাপ্ত মেয়ের এই বিয়ে মেনে নিতে না পেরে হারুন একটি মামলা করে সেই মামলায় রনি বর্তমানে জেল হাজতে রয়েছে।

এই বিষয়টিকে কেন্দ্র করে আজ সকালে ফারুক আর হারুনের মধ্যে বিবাদের সুত্রপাতের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের সৃষ্টি হয় এতে উভয় পক্ষের ৬জন আহত হয় এদের মধ্যে আবু কালাম গুরুত্বর আহত হলে তাকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মৃত্যুবরণ করেন।

এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি । পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *