ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার পুত্র দুলাল হোসেন মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের পু্ত্র মোফাজ্জল হোসেন(৫৪)। আহতরা হলেন একই গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র সাব্বির (১৪), মহসিনের পুত্র এমদাদুল (৩২), হামিদের পুত্র খলিল(৩৬), ও কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসী জানায়, সকালে উপজেলার সালুয়া নামক মাঠে আমন ধান রোপনের কাজ করছিল। হঠাৎ আকাশে মেঘ সহ বিদ্যুৎ চমকালে একটি শ্যালো মেশিন ঘরে এসে আশ্রয় গ্রহন করে। কিন্তুু সেখানেই বজ্রপাত হলে সবাই লুটিয়ে পড়ে।পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নিয়ে আসলেও দুলাল মোল্লা ও মোফাজ্জল ঘটনাস্থলেই মারা যান। আহতদের দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *