ফারহানা আক্তার,জয়পুরহা প্রতিনিধি ঃ
প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবির দিবাকরপুর-ঘোড়াপা দেড় কিঃমিঃ রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু। রবিবার দুপুরে ঘোড়াপা এতিমখানা মাদ্রাসায় বাগজানা ইউপি আ.লীগ সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন জেলা স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, বাগজানা ইউপির সাবেক চেয়ারম্যান জামাত আলী মন্ডল, বাগজানা ইউপি আ.লীগ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ও ইউপি সদস্য সানোয়ার হোসেন।