ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করলেন সমাজ সেবা অধিদপ্তরের কুুড়িগ্রাম জেলা উপ-পরিচালক মোঃ জোবায়দুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপেেজলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফরিদা পারভীন ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা মোঃ জাহিদুুল ইসলাম পলাশ। গতকাল রবিবার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে ২০০৭ সালে প্রতিষ্ঠিত পাইকেরছড়া বুুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়টির সার্বিক অবস্থা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শারমিন জাহানের সভাপতিত্বে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় উপপরিচালক জোবায়দুল ইসলাম বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম শিশুদেরকে সমাজ ও দেশের বোঝা নয় জনসমম্পদে পরিনত করতে সকলকে কাজ করার আহবান জানান। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ শমসের আলী,বাংলাদেশ কৃষক ফেডারেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি শাহ মোঃ আরিফুজ্জামান রনী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *