মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজে ছাত্র শিক্ষকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০জুলাই সকালে অত্র কলেজের হলরুমে ২০১৬-২০১৭ইং শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের একাদশ শ্রেনীর আনুষ্ঠানিক ভাবে ক্লাস শুরু ও শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় পাকের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রমথ চন্দ্র রায় সভাপতিত্বে প্রভাষক নির্মল রায়ের পরিচলনায় উপাধ্যক্ষ উমাপদ অধিকারী,সহকারী অধ্যাপক নবাব আলী চৌধুরী, প্রভাষক আবু বক্কর সিদ্দিক, যোগেশ চন্দ্র রায় প্রমূখ।
এসময় একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।