এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গ্রামীণ শহর পাকেরহাট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শুরু হল মরহুম আব্দুল জব্বার হেড মাস্টার স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট-২০২১।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে পাকেরহাট খেলোয়াড় কল্যাণ সমিতির শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামে টূর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা.শেখ ফরিদ আহমেদ,নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম,জমিরউদ্দীন শাহ বালিকা মহাবিদ্যালয়ের অধ্যাপক জীতেন্দ্র নাথ রায়,তিস্তা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী বজলু রশিদ বুলু,পাকেরহাট খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান সবুজ ও সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী,সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ ও ময়েজ উদ্দিন,প্রচার সম্পাদক আ:সবুর,কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন,মাঠ পরিচালক মিজানুর রহমান,সদস্য বিধান রায়,মিনু, হাসিবুল,আইজুল,রুবেল আহমেদ,সাকিউল,হালিম,আশিদুল সহ আরো অনেকে।
উদ্বোধনী খেলায় জলঢাকা পৌরসভা ফুটবল একাদশ,নীলফামারী ১-০ গোলে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ দিনাজপুরকে পরাজিত করে।