–মোল্লা হারুন উর রশীদ।
এই ভবে কেউ থাকবে নারে পাগলা আউলা বউলা হইসনারে পাগলা।।
তুইও পাগলা মুইও পাগলা।।
সগাই হামরা পাগলা পাগলা নোয়ায় যারা সগ বুঝিয়াও বোঝেনারে তারা।
। কিসোত পাগলা হইলা ও পাগলা তুইও পাগলা।।
মন বুঝেনা পাগলামি করিস ঠুস করিয়া যাইবো দেখিস।।
পাপ করিস কসম কারিস কি ভাবিস কোথায় আছিস।।
মরবার তো এলায় পারিস।
মাটির নিচে আসল বাড়ি সেইতো না ভাবিস।।
ওরে পাগলা ওরে পাগলা।
মন পাগলা, টাকা পাগলা, ক্ষমতা পাগলা ভবেই হবে সগ মোকাবেলা।।
অহংকারে থাকবি ধ্বংস হবি ভালোবাসবি কষ্ট পাবি বসে বসে সম্পদ খাবি শেষ জীবনে কষ্ট পাবি।
সব মিলিয়ে জীবন চলবি দুনিয়াতে শান্তি পাবি আখেরাতে জান্নাত পাবি।।
সষ্ট্রার সৃষ্টিকে কষ্ট দিবিনা নইলে তোরা শান্তি পাবিনা।।
হামরা সগাই পাগলা ওরে হামরা সগাই পাগলা।