mail.google

রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে পানির অভাবে সোনালী আঁশ পাট নষ্ট হচ্ছে। পাট জাগ দেওয়ার মতো পানি না থাকায় এ সব পাট নষ্ট হয়ে কৃষক চরমভাবে ক্ষতির মুখে পড়েছে। উপর্যুপরি ফসলে লোকসান খেয়ে পাটের ফলন ভাল হওয়ায় লাভের আশা করলেও পানির অভাবে এ ক্ষতির মুখে পড়েছে অনেক কৃষক।
এ সময় খাল বিল নালা ডোবা পুকুর বৃষ্টির পানিতে ভরপুর থাকার কথা। কিন্তু চলতি বর্ষা মৌসুমে আশানুরূপ বৃষ্টি না হওয়ার ফলে খাল বিল ডোবায় কোন পানি না থাকায় বিপাকে পড়েছে অনেক পাট চাষী। রাণীশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধারে এসব পাটের দেখা মিলেছে। ভানর গ্রামের তৈমুর রহমান ও আনসার আলী, আমপাথাড়ী গ্রামের সামসুদ্দিনসহ অনেকে জানান পাট জাগ দেওয়ার মতো পানি থাকায় পাটগুলো এভাবে রাস্তার ধারে পড়ে আছে।
কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমে ১১৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও ১২০৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পানির স্বল্পতা থাকায় রেটিং পদ্ধতিতে পাট জাগ দিলে অল্প জায়গায় অনেক পরিমান পাট অল্প পানিতে জাগ দেওয়া যেত। এতে পাটের ক্ষতি হত না। কৃষক ক্ষতির মুখে পড়তো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *