শুভ শর্মা : কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় অফিসে হানা ও ৩০ নভেম্বর হরতালের দিনে বাম নেতাকর্মীদের উপর পুলিশি হামলা গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আজ ২/১২/২০১৭ শনিবার সিপিবি পীরগঞ্জ উপজেলা কমিটি ঠাকুরগাঁও এর উদ্যেগে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিষ্ট পাটির্, পীরগঞ্জ উপজেলা কমিটি। তেল, বিদুৎ ও গ্যাস এর দাম বৃিদ্ধর প্রতিবাদে সারাদেশে বৃহঃপতিবার বামপন্থির ডাকা হরতাল পালন করতে গিয়ে র্নিযাতন হয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। তাই পীরগঞ্জে বিক্ষোভ মিছিল শেষে পীরগঞ্জের পূব চেীরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেেশ বক্তব্য রাখেন সিপিবি-বাংলাদেশ কমিউনিষ্ট র্পাটির বিপ্লবী-সংগ্র্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়মে, মর্তুজা আলম ও আবু সাল্হে মোঃ সিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। উক্ত সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি মৎস্যজীবি সমিতি, রংধনু শিশু সংগঠন সহ বিভিন্ন সংগঠনসমূহ ও সাধারণ ব্যক্তিবর্গ।