সবুজ আহম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাও):: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর ৩৮৯ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৪লক্ষ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রির তহবিল হতে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পাবর্ত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় শুক্রবার ইউএনও এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন সরেজমিন গিয়ে শিক্ষাবৃত্তির এ টাকা বিতরণ করেন। এসময় জেলা পরিষদ সদস্য গিয়াস উদ্দীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইএসডিও’র সিনিয়র কো-অডিনেটর শাহ্ মোঃ আমিনুল হক, প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার ওলিউর রহমান ওলি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।