বেলায়েত হোসেন পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিঠিপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে দুঃস্থ অসহায় নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গী ঈদ উপহার হিসেবে বিতরন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মিঠিপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে উপজেলার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরন করা হয়। জানাগেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে ওই ইউনিয়নের শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ী-লুঙ্গী বিতরন করা হয়। এতে বক্তব্য রাখেন- পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক পাঠচক্র সম্পাদক শাহ্ রেজাউল করিম, মিঠিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আকতারুজ্জামান সর্দার লাজু, সাবেক সাধারন সম্পাদক (ভারঃ) আল আমিন আকন্দ, মাদারগঞ্জ-মিরপুর আঞ্চলিক কমিটির সাবেক সাধারন সম্পাদক রাসেল আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন- মিঠিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম, মাদারগঞ্জ বন্দর শাখা ছাত্রলীগের সাবেক সম্পাদক উত্তম কুমার কর্মকার, সাবেক ছাত্রলী নেতা রাজিব চৌধুরী, তৌফিকুর রহমান, আলমগীর হোসেন, মাকছুদার রহমান সর্দার রাখু, ছাত্রলীগ নেতা অর্নব চৌধুরী প্রমুখ। লুঙ্গী পেয়ে সত্তোরর্ধ মজনু মিয়া বলেন বাবা ঈদের আগেই হামার (আমার) কাছে আজ ঈদ মনে হলো (হচ্ছে) দোয়া করি আল্লাহ্ যেন ওদের ভালো করে। একই কথা শাড়ী নিতে আসা বৃদ্ধা রুবি বেগমও বলে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *