রংপুর প্রতিনিধি।।
রংপুরের পীরগাছায় ইউনিয়ন পরিষদের ইয়াবা সেবন অবস্থায় তিনজন কে আটক করেছে পুলিশ।।
পুলিশ জানায়, অনন্দা নগর ইউনিয়ন পরিষদের রুমে আটক তিন মাদক সেবনকারী সহ স্থানীয় মাদকাসক্তরা নিয়মিত মাদকসেবন করে।। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে মাদকসেবিরা ইউনিয়ন পরিষদের রুমে ডুকতে গেলে নাইট গাট বাধা দিলে মাদকাসক্তরা তাকে বেদড়ক মারফিট করে অন্য রুমে আটকে রেখে মাদকসেবন করতে থাকে।। এসময় নাইট গাড কান্নাশুনে পাশের গ্রামের একজন জানালায় আসলে তারমাধ্যমে পুলিশ কে ঘটনা জানালে পুলিশ এসে মাদকসেবন অবস্থায় হাতেনাতেই তিন জনকে আটক করে।। আটক মাদক সেবনকারীরা হলেন শামিম, রাখিবুল,ও রাজিব মুন্সি।।এসময় বেশকিছু ইয়াবা ট্যাবলেট, বিপুল পরিমাণ গাজা উদ্ধার করে।।
পীরগাছা উপজেলার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হবেই।।