গত ২৯ এপ্রিল শনিবার দৈনিক সমকাল সহ বিভিন্ন পত্রিকায় কেন্দুয়ায় এস এস সির প্রবেশ পত্রের মুল্য ৮০০ টাকা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে । কতিপয় কিছু অসাধু মহল সাংবাদিকদের
মন গড়া বক্তব্য দিয়ে আমার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে।যা আদৌ সত্য নহে।ইহা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
একটি কুচক্রী মহলের সহায়তায় আমাকে হয়রানি করার হীন অপ্রচেষ্টা মাত্র। আমি সহজ সরল মানুষ,শিক্ষক হচ্ছে জাতী গড়ার কারিগড়, আমার দ্ধারা কারো ক্ষতি হউক সেটা আমি চাইনা।এমন মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কামরুজ্জামান ভুঞা
অধ্যক্ষ
গড়াডোবা আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ
কেন্দুয়া নেত্রকোনা।