এস, কে সাহেদ, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রজাতন্ত্রের কর্মচারীরাই আজকে দলীয় কর্মী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, প্রজাতন্ত্রের দলীয় কর্মীরা যখন নির্বাচনের ব্যবস্থাপনা করবে তখন তারা সরকারি দলের পক্ষে কাজ করবে। অতীত ও নিকটঅতিতেও আমরা এটি দেখেছি। সকল মন্ত্রণালয়ে হ-য-ব-র-ল অবস্থা মন্তব্য করে তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়গুলো আমরা সবখানেই তুলে ধরার চেষ্টা করেছি। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটির গুরুত্ব বেশি। সামনে দেশের ভবিষ্যৎ খারাপ। আমরা কোনো উন্নতি দেখছিনা, দিন দিন অবনতি হচ্ছে।
বৃহস্পতিবার (২মার্চ) বিকালে তিন দিনের সফরে তিনি লালমনিরহাট সার্কিট হাউসে এসে এসব কথা বলেন। এর আগে জি এম কাদেরকে স্বাগত জানাতে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায় নিয়ে তিস্তা থেকে বড়বাড়ী, মহেন্দ্রনগর সহ জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী সহ জেলার পাঁচ উপজেলা থেকে আসা জাতীয় পার্টির নেতা কর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন