কলমে -বিন্দাস ভার্গব
লাগিয়েছিলাম বাড়ির ছাদে
জবা ফুলের গাছ,
চেষ্টা করেও ফুটতো না ফুল
করতাম হাঁসফাঁস।
সকালবেলায় হঠাৎ করেই
চোখ সেখানে টানে,
ফুল ফুটেছে আমার সাধের
কুসুম কাননে।
উদাসী মন আজকে আমার
হয়েছে বিহ্বল,
তাইনা দেখেই পাখিরাও
করছে কোলাহল।