মারুফ সরকার,ঢাকা
শনিবার (১৩ নভেম্বর) রাত ১০ টায় একুশে টিভিতে প্রচার হবে মেঘনা ইলেকট্রনিক্স নিবেদিত একক নাটক ‘ভাইয়া’। বরজাহান হোসেনেরর রচনায় পরিচালনা করেছেন এ বাবুল।প্রধান সহকারী পরিচালক নিলয়।
ক্যামেরায় ছিলেন মোঃ ইমরান। এতে অভিনয় করেছেন – শামীমা নাজনীন, এম,এ সালাম সুমন, সানজিদা ইসলাম, শাহ আলম প্রমুখ।

এ গল্পে দেখা যাবে- বাসর ঘরে ঢুকতেই অপুর পায়ে সালাম করে মিলা বললো কেমন আছেন ভাইয়া? স্ত্রীর মুখে ভাইয়া ডাক শুনে অবাক তো হলোই সেই সাথে অপুর মনে হচ্ছিলো দেয়ালে মাথা ঠুকে সুইসাইড করি। বিয়ে টা পারিবারিক ভাবেই হয়েছে। বর্তমান যুগে মেয়ে খুঁজতে গিয়ে সবাই যেমন অল্প বয়সি মেয়ে খোঁজে অপুর বেলায়ও হয়েছে ঠিক তাই। কলেজ পড়ুয়া সুন্দরী বউ পেয়েছে। উচ্চতায় ৫ ফিট আর জন্মনিবন্ধন জাতীয় পরিচয় পত্রের জন্মতারিখ অনুযায়ী বয়স ১৮ হলেও বুদ্ধি-সুদ্ধির দিক দিয়ে বউটা একেবারেই কাঁচা। বাসর রাতে স্বামীকে ভাই বলে ডাকে! অপু জিজ্ঞেস করলো.. আমাকে ভাই বললে কেন? তারপর মজার মজার ঘটনা ঘটতে থাকে।

অভিনেতা সুমন বলেন, ভালো একটা গল্পে কাজ করলাম।আশা করছি দর্শকের খুব ভালো লাগবে।পরিচালক এ বাবুল ভাই ধরে ধরে কাজটা করেছেন।

পরিচালক এ বাবুল বলেন, ‘ভাইয়া’ নাটকটিতে সুমন – সানজিদা প্রথমবার জুটি বেঁধে কাজ করছে। দুজনে ভালো অভিনয় করছেন।দুজনের রসায়নটা ভালো ছিলো।জানি দর্শকের কাছে ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন