কুড়িগ্রাম রাজারহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এ.বি.এম. সরওয়ার-ই-আলম জীবনের সহযোগিতায় আজ (৩০ জুলাই ) দুপুরে নাজিম খান ইউনিয়নের সোমনারায়ন মৌজায় বানভাসি ১৫০ পরিবারের মাঝে ত্র্যান বিতরন করেন নাজিম খান ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ আকবর আলী সরকার,
সাধারণ সম্পাদক মোঃ শামচ্ছুজোহা মিল্টন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আনোয়ার হোসেন রানা।করোনার পর দীর্ঘস্থায়ী বন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শত শত বানভাসি মানুষের চোখেমুখে ছিল অমানিশার অন্ধকার।
বন্যা পরবর্তী ধান বীজ সহ সবধরনের পুনর্বাসনের নিশ্চয়তা নিয়ে এখন নির্বাক বানভাসি মানুষেরা।
১ মাসের দীর্ঘস্থায়ী বন্যায় তাদের চোখেমুখে শুধুই হতাশার ছায়া। করনার পাশাপাশি বন্যার এই দুর্যোগময় সময়ে কয়েকবার ত্রাণ সহায়তা পেলেও তা যথেষ্ট ছিলনা। ঠিক এমন এক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য সহকারী প্রেস সচিব এ. বি. এম. সরওয়ার -ই-আলম জীবনের সহযোগিতায় খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাজিম খান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আকবর আলী সরকার সহ নেতাকর্মীগণ উপস্থিত হন বানভাসিদের পাশে।
সুফিয়া বেগম পরিবারসহ অনেকেই পেয়ে যান খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় জিনিসপত্র। এ যেন মেঘের আড়ালে সূর্যের আলোর ঝলকানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সহায়তা পেয়ে বানভাসিরা আবেগে আপ্লূত হয়ে পড়েন ।
করোনার পর দীর্ঘস্থায়ী বন্যায় দিশেহারা অনেক মানুষ। নির্বাক এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য সহকারী প্রেস সচিব সরওয়ার ই আলম জীবন।
নাজিম খান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আকবর আলী সরকার বলেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে রয়েছে শেখ হাসিনার সরকার। সবধরনের দুর্যোগ মোকাবেলায় সফল এই সরকার আগামীতেও অসহায়দের পাশে সকল ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি।তিনি আরও বলেন এটা চলমান থাকবে, এ পর্যায়ে আমরা ৫ শতাধিক পরিবারকে সহায়তা দিব।এসময় উপস্থিত ছিলেন,
নাজিম খান ইউনিয়ন যুবলীগের প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক(বিপ্লব)।
ছাত্র লীগের সদস্য হযরত আলী হাসু, লিঙ্কন পারভেজ।