মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে সদর উপজেলার কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২৪ শে নভেম্বর বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জোহর আলী, জেলা প্রশাসক, ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ড. মোঃ শামীম আহসান, কীর্ত্তিপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আঃ রহিম মিয়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক উম্মে আয়শা সিদ্দিকা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঝালকাঠি এর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ঝালকাঠি সদর, খন্দকার জসীম আহমেদ এবং প্রধান শিক্ষক শিমুল সুলতানা হ্যাপি। সহকারী তথ্য অফিসার মোঃ আশরাফুল ইসলাম তপনের সঞ্চালনায় মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ- পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষাসহ করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশনঃ২০৪১, মানবপাচার প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব ও নাশকতা প্রতিরোধ, ইভটিজিং, বাল্য বিয়ে প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সুরক্ষা, অটিজম, তথ্য অধিকার আইন-২০০৯ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়। মহিলা সমাবেশ শেষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন