মো: নাজমুল হুদা মানিক \ ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে ২০২০ সালে এসএসসি পরিক্ষায় ফলাফলে ৩২০ জন পাশ করেছে। তাদের মাঝে জিপিএ ৫ পেয়েছে ১৩৩জন। জিপিএ ৪ পেয়েছে ১৬৪ জন। জিপিএ ৩ পেয়েছে ২১ জন এবং জিপিএ ২ পেয়েছে ২ জন। মোট পরিক্ষাথর্ী ছিল ৩২৩ জন। প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো: চাঁন মিয়া জানান, প্রিমিয়ার আইডিয়াল হাই এসএসসি পরিক্ষার ফলাফলে প্রতিনিয়ত সাফল্যের উচ্চ শিখরে রয়েছে। অতীতে ঢাকা শিক্ষা বোর্ড ও বর্তমানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে তুলনামুলক পর্যায়ে সম্মানজনক অবস্থানেই অধিষ্ঠিত আছে। আশাকরি বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী সহ ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রমের ফসল হিসাবে বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়ন ও পরিক্ষার ফলাফল উত্তোরোত্তর উন্নতির দিকেই যাবে ইনশাল্লাহ। ময়মনসিংহবাসী তথা বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক সহ সকলের কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব মো: ইকরামুল হক টিটু নিষ্ঠা ও সততার সাথে দ্বায়িত্ব পালন করছেন। বর্তমান ম্যানেজিং কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ সহ সিটি কর্পোরেশনের মেয়র সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালনের শুরু থেকেই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান সম্পর্কে তিনি সার্বক্ষনিক সজাগ দৃষ্টি রাখছেন। আশাকরা হচ্ছে আগামীদিনে বিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পাবে।