মোঃ আশতাব হোসেন
রাত পোহালে সকাল আসে
শিশির ভেজা ঘাসে,
সূর্যের কিরণ নেমে এসে
মুকুট হয়ে হাসে।
দিনের যাত্রা শুরু হয়
সাগরের ঢেউ গুনে,
সোনার থালায় রুটি খায়
মেখে তরল নুনে।
চন্দ্র চুপে রাতের বেলায়
ঢেউয়ের তালে নাচে,
চাঁদ তারা আর সূর্যকে
জলধি ভালোবাসে।
জোয়ারে চাঁদ গোসল করে
প্রেম জমায় রাতে,
গভীর জলের তলে গিয়ে
জলপরীদের সাথে।