লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে মারধর করেছে। গত সোমবার লালমনিরহাট শহরের কবি শেখ ফজলল করিম স্কুল গেটের সামনেই এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা মোঃ আলম বাদী হয়ে থানায় ৩ বখাটের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।
জানাগেছে, গত সোমবার (২৯মে) দুপুরে টিফিনের সময় স্কুল গেটের সামনে শহরের পুরান বাসস্ট্যান্ড ও নর্থ বেঙ্গল মোড় এলাকার বাসিন্দা মুরাদ মিয়া (১৯), আরিফ (১৮), কাজল (১৮)সহ আরো কয়েকজন বখাটে ওই ছাত্রীর সামনে দাঁড়িয়ে প্রেমের প্রস্তাব দিয়ে উত্তর জানতে চায়। এসময় ৯ম শ্রেণীতে পড়া ওই স্কুল ছাত্রী প্রস্তাবে রাজি না হলে বখাটেরা অকর্থ ভাষায় গালাগালি করতে থাকে। এক পর্যায়ে অন্যান্য শিক্ষার্থীদের সামনেই ওই ছাত্রীকে মারধর করতে থাকে। পরে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পরেই থানা পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে এবং স্কুল ছাত্রীর বাবাকে থানায় অভিযোগ দিতে বলেন। পরে স্কুল ছাত্রীর বাবা মোঃ আলম মঙ্গলবার দুপুরে বাদী হয়ে অভিযুক্ত ওই ৩ বখাটের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন।
সদর থানার ওসি এরশাদুল হক বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত করা হয়েছে এবং অভিযোগ পেয়েছি। শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।