কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রেসক্লাব চিলমারী’র নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যুগান্তর প্রতিনিধি সহ-অধ্যাপক গোলাম মাহবুবকে সভাপতি,ভোরের কাগজ প্রতিনিধি সহ-অধ্যাপক মামুন অর রশিদকে সাধারন সম্পাদক ও খোলা কাগজ প্রতিনিধি আব্দুল লতিফ মেহেদীকে পুনরায় সাংগঠণিক সম্পাদক করে ৫সদস্যের নতুন কমিটির নাম ঘোষনা করেন সিনিয়র সদস্য মোঃ ফজলুল হক। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব চিলমারী’র অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। আগামী ৭দিনের মধ্যে নবগঠিত কমিটি ১৫সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবেন। প্রেসক্লাব চিলমারী’র নবগঠিত কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি মোজাফ্ফর রহমান ও যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম দুলাল।