উচহ্লা মারমা-বান্দরবান থেকে:-
৯ ই জানুয়ারি শনিবার বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় ০৭নং ফাইতং ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল আলোচনার সভা আয়োজন করা হয়। এদিকে আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও সাবেক সফল ছাত্র নেতা হেলাল উদ্দিন বিএ বক্তব্যে বলেন,উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৪৮ সালের এই দিনে (৪ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রতিষ্ঠার পর ৫২-র ভাষা আন্দোলন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৯-র গণ-অভ্যুত্থান, ৭১-র মহান মুক্তিযুদ্ধ, ৯০-র স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় এবং গৌরবোজ্জ্বল।
এদিকে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের লামায় উপজেলা ফাইতং ইউনিয়নে বানিয়ার ছড়া আওয়ামিলীগ অস্থায়ী অফিসে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগের ৭৩ তম পূতি উপলক্ষে ফাইতং ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিশাল আলোচনা সভা ও মোনাজাতের মাধ্যমে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান শুরু হয় । সেখানে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু,একাত্তের হাতিয়ার গর্জ্জে উঠুক,অরেকবার,তোমার আমার ঠিকানা,পদ্মা,মেঘনা ও যমুনা,আমার নেতা, তোমার নেতা, শেখ মুজিব,মুজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই,শেখ হাসিনার ভয় নাই,রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল।
এ সময় প্রতিষ্টাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, বিশেষ অতিথি হিসেবে ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগে সভাপতি, হেলাল উদ্দিন বি এ, সহসভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্যানেল চেয়ারম্যান, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ কার্যকরী সদস্য ও মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শুক্কুর।
যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসাইন শাহীন, ছাত্রলীগের সহসভাপতি জাহেদুল ইসলাম জাহেদ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন: ইউনিয়ন
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন জয়,সঞ্চালনায় করেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ এবং ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রমূখ উপস্থিত ছিলেন ।