nasirnagarmpicture-2
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ফান্দাউক মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার উদ্যোগে ও সৈয়দ মাসুম(রহ:)ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতি শিক্ষাথীদের পুরস্কার বিতরণ, সৈয়দ নাছিরুল হক মাসুম(রহঃ) জীবনী নিয়ে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুনের সভাপতিত্বে মাওলানা সৈয়দ আশরাফ উদ্দিন শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আল হোসাইনী,পীরজাদা সৈয়দ বাহাউদ্দিন খোকন,পীরজাদা সৈয়দ রোরহান উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আবু বক্কর ভুইয়া,অধ্যক্ষ আজগর আলী,অধ্যক্ষ মোঃ ইলিয়াছ আল-ইসলাহী,সুপারইনটেনডেন্ট মোঃ আহসানুল হক, সুপারইনটেনডেন্ট মোঃ জহিরুল ইসলাম, সৈয়দ সাইফুদ্দিন আহম্মদ শিবলী,নাসিরউদ্দিন রানা। অনুষ্ঠানে শাহসূফী আলহাজ্ব মাওলানা সৈয়দ নাছিরুল হক মাসুম আল কাদরীর (রহঃ) জীবনীর ওপর বক্তব্য রাখেন হাফেজ আবদুর রহমান,সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে এক মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
এর আগে সৈয়দ নাছিরুল হক মাসুম(রহঃ)ফাউন্ডেশনের পক্ষ থেকে মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্বেরাত,গজল,বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *