রিফাত হাসান খন্দকার, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় পাচারকালে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাচালান কারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতের নাম মোঃ রফিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একটি অভিযানিক টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া নামক স্থানে তাকে আটক করে। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের টাংকি ও সাইট কভারের ভেতর থেকে ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদক পরিবহনকারী মোটরসাইকেল চালক রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।