নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশের মাদক উদ্ধার কারি অভিযানিক টিম ইয়াবা ও ভারতীয় এস্কাফ সিরাপ সহ এক মাদক কারবারিকে আটক করেছে।
জানাযায়, (২২জানুয়ারী) রাত ১০টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী সদর ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামস্ত কাঁচা রাস্তার উপরে মাদক লেনদেন করার সময় উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মোঃ বকুল মিয়ার ছেলে মোঃ সুজন আলী(১৯) কে ১০০ পিচ ইয়াবা ও ৩ বোতল এস্কাফসহ- আটক করে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।