ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (১৮নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে সৌহার্দ্য কর্মসূচি কেয়ার বাংলাদেশ (এম জে এস কে এস) এবং ইউরোপীয় ইউনিয়নের (SONGO) প্রকল্প-ইকো-কো-অপারেশন ও আর ডি আর এস বাংলাদেশের সহোযোগিতায় সভা অনুষ্টিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্ব ও নিউট্রিশন গভর্নেন্স এডভাইজার, মোঃ তাওফীকুল ইসলাম (টিএসও) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণমোহন হালদার, পঃপঃ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, মৎস্য কর্মকর্তা, সাইফুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম সহ আরো অনেকে।