ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রীন টিমের উদ্যোগে কন্যা শিশুদের মাঝে গাছের চারা বিতরণ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কবির মামুদ গ্রামে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

গাছের চারা বিতরণ কার্যক্রমে দুই বছর বয়সের মধ্যে থাকা ঐ গ্রামের ৩৬ কন্যাশিশুর অভিভাবকের প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা দেয়া হয়েছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হাজী ফজলুল বারী মণ্ডলের সভাপতিত্বে উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম মিয়া, শিক্ষক মিজানুর রহমান, গ্রীন টিম এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য গোলাম রাব্বী বকশী, নাসির উদ্দৌলা মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *