ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই কিশোরকে বলাৎকারের অভিযোগ উঠেছে সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্তের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে অভিযুক্তের নিজ বাড়ি সদর ইউনিয়নের মধ্য পানিমাছকুটি গ্রামে। ভুক্তভোগী ওই দুই কিশোর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে ক্ষোভের প্রকাশ। 

জানা গেছে, ইতিপূর্বে আরো এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। সে কিশোর গ্যাং (ঝিংকু বাহিনী) পরিচালনা ছাড়াও মাদক সেবন, চোরাচালান সহ নানান অপরাধের সাথে জড়িত। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা সহ তিনটি মামলার রয়েছে। 

ভুক্তভোগী ওই দুই কিশোর জানায়, ঘটনার দিন সকালে চার বন্ধু মিলে ফুলবাড়ীর শিশু পার্কে ঘুরতে এসেছিলেন তারা। জয়ন্তের সাথে আগে থেকে তাদের কোনো পরিচয় ছিল না। কোনো উপায়ে নম্বর সংগ্রহ করে ফোন করে দেখা করতে বলেছিল তাদের। ফুলবাড়ী উপজেলা পরিষদ গেটের সামনে তার কফি শপের দোকানে সবাইকে ডাক দেয়। সেখানে পরিচয় হওয়ার পর কৌশলে ওই চার বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনজনকে বাড়ির সামনে চায়ের দোকানে রেখে একজনকে বাড়ির ভেতরে নিয়ে যায়। 

ঘন্টাখানেক সময় পর্যন্ত বন্ধু ফিরে না আসলে তিনজন মিলে তার বাড়ির দিকে এগিয়ে যান। দরজায় গিয়ে ডাক দিলে মারমুখী হয়ে দরজা খুলে আরো এক বন্ধুকে আটক করে। অন্য দুই বন্ধু তখন ভয়ে পালিয়ে যায়। এরপর গেটে তালা লাগিয়ে মারপিট সহ গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দিয়ে বেলা দুইটা পর্যন্ত ওই দুই বন্ধুকে আটকে রেখে বলাৎকার করে। সেখান থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লেও ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি ওই দুই কিশোর। পালিয়ে আসা দুই বন্ধু তাদের পরিবারকে জানালে ভুক্তভোগী ওই দুই কিশোরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এক ভুক্তভোগীর মা ও আরেকজনের দাদীর সাথে কথা হলে তারা বলেন, থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। এসময় ঘটনার নিন্দা জানিয়ে জয়ন্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন তারা। 

এ ব্যপারে অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্তের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। ঘটনার ব্যপারে বিশদ জানতে চাইলে তিনি এড়িয়ে যান। 

ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, কারো ব্যক্তিগত কোনো অপরাধের দ্বায়ভার সংগঠনের না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জয়ন্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তিনি। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, ঘটনাটি শোনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *