ফুলবাড়ী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা তিন গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

৪ ঠা জানুয়ারি সকাল ১১ টায় উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন এবং ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে আনন্দ মিছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন এর নেতৃত্বে আনন্দ মিছিল, আলোচনা সভা ও কেককেটে কর্মসূচি পালন করেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এমদাদুল হক মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন