ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে “বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে উপজেলা চত্বর থেকে একটি সাইকেল র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানীর সরকার, সহকারী কমিশনার ভূমি বিমল চাকমা, প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস কুড়িগ্রামের প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেন, ফ্রীলান্স অফিসার সহিদুল ইসলাম মিলন, ফিল্ড অফিসার আজিজুল হাসান সহ আরো অনেকে।
সরকারি খরচে জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে আইনগত সহায়তা দেয়া হয় সে বিষয়ে আলোচনা, আইন ও আইনি সহায়তা সম্পর্কে ছাত্রীদের ধারণা দেন সহকারী কমিশনার (ভূমি) বিমল চাকমা।