জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল এগারোটায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট শ্যামলী রাণীর সঞ্চালনা ও ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক জগলুর রশিদ, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে। এ সময় বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *